ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

এক বছর পর ঘরে ফিরল ৯ ছাগল!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২৪ নভেম্বর ২০২৩  
এক বছর পর ঘরে ফিরল ৯ ছাগল!

আটকের এক বছর পর ৯টি ছাগল ফেরত দিয়েছে বরিশাল সিটি করপোরেশন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন মালিক রাজিবের কাছে ছাগলগুলো হস্তান্তর করলেও আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

২০২২ সালের ৬ ডিসেম্বর গোরস্থানে ঢুকে ঘাস ও লতাপাতা খাওয়ার অভিযোগে ১৫টি ছাগল আটক করলেও শেষ পর্যন্ত বেঁচে থাকা ৯টি ছাগল মালিকের কাছে ফেরৎ দিতে পেরেছে সিটি করপোরেশন।

নগরীর ২১নং ওয়ার্ডের বাসিন্দা ছাগলের মালিক মো. রাজিব বলেন, সিটি করপোরেশন ১৫টি ছাগল আটক করলেও ফেরত দিয়েছে ৯টি। গোরস্থানে ঘাস খাওয়ার অভিযোগে তৎকালীন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ লোক পাঠিয়ে ১৫টি ছাগল আটক করেন। গত ১ বছরে ছাগলগুলো ৯টি বাচ্চা দিয়েছে। এতে মোট ছাগলের সংখ্যা দাঁড়ায় ২৪টিতে। কিন্তু ফেরত দেওয়া হয়েছে ৯টি।

তিনি জানান, বাকি ছাগলগুলোর বিষয়ে জানতে চাইলে দায়িত্বরতরা জানিয়েছেন, বাকিগুলো ছাগল মারা গেছে। 

ছাগলের মালিক রাজিবের কাছে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ৯টি ছাগল হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করলেও রাজিবের অভিযোগের বিষয়ে কিছু বলতে রাজি হননি সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন। 
 

স্বপন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়