ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২৪ নভেম্বর ২০২৩  
অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ। পাবনার পাকশী থেকে কুমারখালীর শিলাইদহ পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নৌ পুলিশ সুপার (এসপি) রুহুল খানের নেতৃত্বে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন।

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ পর্যন্ত পদ্মা নদীর পাকশী, তালবাড়িয়া, রূপপুর, রানাখড়িয়া, হরিপুর পয়েন্টে এই বিশেষ অভিযান হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আসাদুল শেখ (৫০) ও তার ছেলে আশিক ইসলামকে (২২) আটক করা হয়।

অভিযানে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে রেজাউল প্রামানিককে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। এসময় পদ্মা নদী থেকে একটি ড্রেজার নৌকা, একটি কাঠের নৌকা এবং ৩০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌ পুলিশ। আশিক, আসাদুল ও রেজাউল প্রামানিককে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ থানা পুলিশের (ওসি) এমদাদ হোসেন বলেন, নদীতে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা ও বালু উত্তোলনের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধ রাখতে পাকশী থেকে শিলাইদহ পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 

রানাখড়িয়া এলাকায় পদ্মা নদী হতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রেজার দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। অবৈধভাবে উত্তোলনের ফলে রূপপুর, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, রানাখড়িয়া গ্রামসহ আশেপাশের এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ ও ফসলি জমিতে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দেয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কাঞ্চন/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়