ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২৪ নভেম্বর ২০২৩  
মাগুরায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

মাগুরায় শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের চরপাড়া গ্রামে মেরিনা বেগম (৩০) নামে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী মোসলেম উদ্দিন পলাতক রয়েছে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। নিহত মেরিনা বেগম রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বনগ্রাম গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের মেয়ে। 

আরো পড়ুন:

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরপাড়া গ্রামের মৃত শাহা কাজী বিশ্বাসের ছেলে মোসলেম উদ্দিনের সঙ্গে মেরিনার প্রায় ১৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এক পর্যায়ে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। কিন্তু পরে তারা আবারও একসঙ্গে সংসার শুরু করে। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী মোসলেম উদ্দিন তার স্ত্রী মেরিনাকে হত্যা করেছে। লাশ উদ্ধার করে মাগুরা মর্গে পাঠানো হয়েছে। মোসলেম উদ্দিনকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। 
 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়