ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এইচএসসি ফলাফল: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.৬৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২৬ নভেম্বর ২০২৩  
এইচএসসি ফলাফল: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.৬৫

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএস‌সি পরীক্ষায় পাসের হার ৮০.৬৫ ভাগ। এই শিক্ষা বোর্ড থেকে এবছর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। 

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের এতথ্য জানান বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

আরো পড়ুন:

অরুন কুমার গাইন বলেন, এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫। পাসের হারের দিক থেকে ব‌রিশালের ৬টি জেলার মধ্যে ঝালকাঠি জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নিচে রয়েছে পটুয়াখালী জেলা। বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। শতভাগ পাস করেছে ১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তি‌নি আরেও বলেন, ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। এরপর বিজ্ঞান ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন মানবিক বিভাগের শিক্ষার্থীরা। মানবিক বিভাগে মোট ১ হাজার ৯৭৪ জন জিপিএ-৫ পেয়েছেন। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৬২১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৯৮ জন জিপিএ-৫ পেয়েছেন।

স্বপন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়