ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ ও পাসে এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৬ নভেম্বর ২০২৩  
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ ও পাসে এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর জিপিএ ৫ ও পাশের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। এই শিক্ষাবোর্ডের অধীনে চার জেলা থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। পাস করেছে ৫৩ হাজার ৪২৬ জন। এরমধ্যে মেয়ে পাশ করেছে ২৮ হাজার ৫০৩ জন। পাশের হার ৭১ দশমিক ১৯ শতাংশ। ছেলে পাশ করেছে ২৪ হাজার ৯২৩ জন। পাশের হার ৬৯ দশমিক ৬১ শতাংশ। গড় পাশের হার ৭০ দশমিক ৪৪ শতাংশ। ফলাফল ঘোষণার পরপরই উল্লাসে মাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। 

এই বোর্ডে ফলাফলের দিক দিয়ে শীর্ষস্থান দখল করেছেন নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এই কলেজ থেকে এক হাজার ২৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে এক হাজার ২২৫ জন। এরমধ্যে জিপি ৫ পেয়েছেন ৫৪৪ জন। পাশের হার ৯৮ দশমিক ৫৫ শতাংশ। ফলাফল ঘোষণার পরপরই উল্লাসে মাতেন শিক্ষক শিক্ষার্থীরা। সামনে আরও ভালো কিছু করার প্রত্যাশা জানান তারা। 

আরো পড়ুন:

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.গাজী হাসান কামাল বলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। পাস করেছে ৫৩ হাজার ৪২৬ জন। ফেল করেছে ২৮ হাজার ৩২৫ জন। যেখানে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী।

তিনি আরও বলেন, পাশের হার এবং জিপিএ ৫ এর দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েরা জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৮৩৯ জন। ছেলেরা জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৪০৫ জন।

মিলন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়