ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মনোনয়ন শোভাযাত্রা থেকে ফেরার পথে ট্রাকচাপায় নিহত ১

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ০৮:৪৬, ২৭ নভেম্বর ২০২৩
মনোনয়ন শোভাযাত্রা থেকে ফেরার পথে ট্রাকচাপায় নিহত ১

ঢাকার সাভারে এক নেতার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা থেকে ফেরার পথে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তালবাগ এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব খান (২২) সাভারের চাকুলিয়ার চাকুলিয়া গ্রামের মৃত সাহাবুদ্দিন খানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সাভার আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানান, রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হয়। এতে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। খবর পেয়ে সাভারের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হন। সেখান থেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আমিনবাজার ঘুরে সাভারের তালবাগ এলাকায় এনামুর রহমানের বাসার সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা থেকে ফেরার পথে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তালবাগ এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে নিরবচ্ছিন্ন লেনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে পেছনের একটি মালবাহী ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন সাকিব খান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মরদেহ নিয়ে আসে।

শোভাযাত্রায় অংশ নেয়া মো. রমজান বলেন, মোটরসাইকেল নিয়ে আমিনবাজার থেকে সবাই ফিরছিলাম। দুইশর মতো মোটরসাইকেল ছিল। ওদের (সাকিব) মোটরসাইকেল একটু আগেই চলে এসেছিল। ট্রাকের চাকার নিচে পরে সে মারা গেছে। আমরা ধাওয়া দিয়ে ট্রাকটি আটকাই।

তবে মোটর শোভাযাত্রায় অংশ নিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বিষয়টি সত্য নয় দাবি করে সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ বলেন, দলীয় মনোনয়ন পাওয়ায় এনামুর রহমানকে গাবতলী থেকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। মোটর শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ৷ আমি এনাম ভাইয়ের সঙ্গে ছিলাম। হেমায়েতপুর পৌঁছানোর পর জানতে পারি, মোটরসাইকেল দুর্ঘটনায় তালবাগ এলাকায় একজনের মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি সে আমাদের শোভাযাত্রায় ছিল না।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ আবু হাসান বলেন, নিহত মোটরসাইকেল চালকের মরদেহ থানায় আনা হয়েছে। ট্রাক চালককে প্রত্যক্ষদর্শীরা ধাওয়া দিয়ে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এছাড়া ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।

সাব্বির/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়