মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত এলাকা থেকে রকিবুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে ইছামতী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রকিবুল ইসলাম উপজেলার যাদবপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। সে চাপাতলা গ্রামে মামা বাড়িতে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে অন্যদের সঙ্গে ভারতের অভ্যন্তরে গিয়ে আর ফেরত আসেনি রকিবুল। সোমবার সকালে ইছামতী নদীর পাড়ে রকিবুলের লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় গ্রামবাসী। পরে বিজিবি এসে লাশ উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ বলেন, মহেশপুর সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে একটি লাশ পাওয়া গেছে। তবে, তাকে কে বা কারা কী কারণে হত্যা করেছে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
শাহরিয়ার/কেআই