ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মমেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৭ নভেম্বর ২০২৩  
মমেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিনা (৩৫) নামে এক ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

মারা যাওয়া সাবিনা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সামসুদ্দিনের মেয়ে। তিনি ঢাকার নতুন বাজার এলাকায় থাকতেন। মমেক হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ফরহাদ হোসেন বলেন, সাবিনা ঢাকার নতুন বাজার এলাকায় ডেঙ্গু আক্রান্ত হন। রোববার রাত ৯টার দিকে তিনি মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে বর্তমানে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এদের মধ্যে পুরুষ ৩৯ জন, নারী ১০ জন ও একজন শিশু। গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি হয়েছেন ১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়