চট্টগ্রামে হেলে পড়া ভবন পরিদর্শনে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় হেলে পড়া চারতলা ভবন পরিদর্শন করেছে জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের কমিটি হেলে পড়া ভবনসহ আশেপাশের ভবনসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এসময় কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, গণপূর্ত ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চারতলা ভবন হেলে পড়ার ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিএমপি'র প্রতিনিধি, সিটি করপোরেশনের প্রতিনিধি, সিডিএ'র প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পিডব্লিউডি'র প্রতিনিধিকে রাখা হয়েছে।
কমিটি প্রয়োজনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত নিবে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। আজ কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভবন সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, হেলে পড়া ভবনটির পেছনে চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) খাল খনন প্রকল্পের কাজ চলছে। সেই খাল খনন করায় ভবনের পিলার দুর্বল হয়ে পড়েছে বলে বাসিন্দারা দাবি করেছেন।
অপরদিকে সিডিএ'র প্রধান প্রকৌশলী বলেন, বর্ণিত ভবনটি অপসারণ করার কথা ছিলো এবং ভবনের মালিক অপসারণের জন্য সময় নিয়েছিল।
রেজাউল/ফয়সাল