ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৭ নভেম্বর ২০২৩  
নাটোরে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

নাটোর শহরের লালদিঘি থেকে নবাব আলী (৬০) নামে একজন নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নাটোর শহরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আমির আলীর ছেলে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লালদিঘি থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ওই মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবাব আলী ১৫ বছর ধরে লালদিঘিতে নৈশপ্রহরী হিসেবে কাজ করে আসছিলেন।
প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে তিনি দিঘিতে কাজে যান। এরপর থেকে নবাব আলী নিখোঁজ হন। স্থানীয়রা সকাল ৭টার দিকে ভাসমান নৌকা মাঝ দিঘিতে দেখতে পেয়ে দিঘির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে স্থানীয়রা দিঘির লিজ মালিককে বিষয়টি জানান। পরে তিনি ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরি দলকে খবর দেন। ডুবুরিদল ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় লালদিঘি থেকে ওই নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেন।

ওসি নাছিম আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ নৈশপ্রহরীর মরদেহটি উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরিফুল/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়