জয়পুরহাটে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল
জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে সপ্তম দফা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে জয়পুরহাটে মিছিল করেছে জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
রোববার (২৭ নভেম্বর) জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কে এ মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা, জয়পুরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহমেদ প্রমুখ।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।
শামীম/বকুল