ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে হেলমেট পরে বিআরটিসি’র বাস ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:২৮, ২৭ নভেম্বর ২০২৩
ময়মনসিংহে হেলমেট পরে বিআরটিসি’র বাস ভাঙচুর

ময়মনসিংহের গৌরীপুরে হেলমেট পরে বিআরটিসি’র বাস ভাঙচুর করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম নামক স্থানে ঘটনাটি ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ হোসেন বলেন, যাত্রীবাহী বিআরটিসি’র বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি গঙ্গাশ্রম নামক স্থানে পৌঁছাতেই ৭/৮ টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে এবং বাসটি ভাঙচুর করতে শুরু করে। এসময় যাত্রীরা বাস থেকে নেমে চিৎকার শুরু করলে দুবৃত্তরা মোটরসাইকেল নিয়ে কাঁচারাস্তা দিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনের কাছ থেকে কিছু ভিডিও সংগ্রহ করেছি। ভিডিওতে দেখা গেছে, হামলাকারী সবাই হেলমেট পড়া ছিলেন। যে কারণে তাদের শনাক্ত করা যাচ্ছে না। তবে, আমরা চেষ্টা করছি, হামলাকারীদের শনাক্ত করতে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়