ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ২৭ নভেম্বর ২০২৩  
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী মো. হোসাইন (৪) নামের এক আহত শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। গত শুক্রবার (২৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

হোসাইন বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ এলাকার গ্রাম পুলিশ মো. মোস্তাকের ছেলে। বাবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।

হোসাইন গত শুক্রবার সকালে বাইসাইকেল চালিয়ে বাড়ির অদূরে প্রধান সড়কে উঠছিল। এসময় আজিজুল, রোমান ও আতর নামের তিন মোটরসাইকেল আরোহী তাকে সজোরে ধাক্কা দেয়। হোসাইন ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এদের বাড়ি পাশ্ববর্তী হরিনাডাঙ্গা গ্রামে। 

তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার ভোরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এবিষয়ে বাবুখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুকুমার রায় জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শাহীন/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়