ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে রেলের জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ 

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৮ নভেম্বর ২০২৩  
জয়পুরহাটে রেলের জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ 

জয়পুরহাটে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের রেলগেট এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

রেল বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে ১০০টি স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন অবৈধ দখলদাররা। এসময় রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ করা হয়। এই স্থাপনা উদ্ধারে উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও রেলওয়ের পশ্চিমাঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, ‘জয়পুরহাট রেল স্টেশন এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজ হবে। রেললাইন সম্প্রসারণ ও সোজা করা হবে। এখানে অবৈধ স্থাপনা আছে প্রায় ১০০টির বেশি। সেই জমি উদ্ধার করতে আজ থেকে অভিযান শুরু হলো। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
 

শামীম/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়