ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব  

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৯ নভেম্বর ২০২৩  
গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব  

ছবি: সংগৃহীত

গাড়িবহর নিয়ে ঢাকা থেকে মাগুরা যাচ্ছেন আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো প্রার্থী হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান।

আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে যাচ্ছে তার নির্বাচনী গাড়িবহর। গাড়িবহর নিয়ে মাগুরার পথে যাচ্ছেন তিনি।

আরো পড়ুন:

সাকিবের সঙ্গে জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু ও ক্রিকেটার আল আমিন জুনিয়র আছেন বলে জানা গেছে।

জানা যায়, বুধবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গাড়িবহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়ন নিয়েছিলেন সাকিব। দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৯ নভেম্বর) প্রথমে যাবেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখান থেকে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাদের কবর জিয়ারত করতে মাগুরা পৌর গোরস্তানে যাবেন। সেখান থেকে বাড়ি যাবেন সাকিব। এরপর শুরু হবে নির্বাচনী কার্যক্রম।

/শাহীন/এসবি/ 

সর্বশেষ

পাঠকপ্রিয়