ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাঁসে ধান খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো নারীর 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৪:২৮, ২৯ নভেম্বর ২০২৩
হাঁসে ধান খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেলো নারীর 

নোয়াখালী কবিরহাটে হাঁসে ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে আলেয়া বেগম (৫০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।   আলেয়া বেগম ওই গ্রামের মো. সোলেমানের স্ত্রী।  

স্থানীয়রা জানান, আজ সকালে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় আলেয়া বেগমের। একপর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।  অভিযুক্তরা পলাতক রয়েছে।  হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাওলা সুজন/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়