ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র নিলেন ওয়ার্কার্স পার্টির মেনন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:১২, ২৯ নভেম্বর ২০২৩
বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র নিলেন ওয়ার্কার্স পার্টির মেনন

১৪ দলীয় জোটের নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছ থেকে মেননের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক ফিরোজ এতথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মোজ্জাম্মেল হক ফিরোজ বলেন, বাবুগঞ্জ থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। জোটের সিদ্ধান্তে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, রাশেদ খান মেনন ১৯৭৯ ও ১৯৯১ সালে বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মেনন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বরিশাল-৩ আসনে সরদার মো. খালেদ হোসেনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

স্বপন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়