ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে দুইটি কাভার্ডভ্যানে আগুন, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ৩০ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:৪৩, ৩০ নভেম্বর ২০২৩
গাজীপুরে দুইটি কাভার্ডভ্যানে আগুন, ককটেল বিস্ফোরণ

গাজীপুরের মহানগরীর ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬দিকে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঝাজর এলাকায় ১৪-১৫ জন দুর্বৃত্ত লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত দুটি কাভার্ডভ্যানে গতিরোধ করে। এক পর্যায়ে পেট্রোল দিয়ে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহা আল আরেফিন বলেন, আমরা সকাল পৌনে ৭টার দিকে দুটি কাভার্ডভ্যানে ( ঢাকা মেট্রো ট-১৩-০০৬৪) এবং  (ঢাকা মেট্রো উ- ১১-১৯২১) অগ্নিসংযোগের খবর পাই। পরে আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সকালে কে বা কারা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়