ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ফেনীতে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ, আহত ১০ 

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৩০ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:২০, ৩০ নভেম্বর ২০২৩
ফেনীতে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ, আহত ১০ 

ফেনী পৌরসভায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. মানিক (১৬) নামে এক কিশোর গুলিবিদ্ধ ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ মানিককে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের শাহীন একাডেমি সড়কে এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ধানসিঁড়ি রেস্তোরায় হামলার মামলায অন্যতম আসামি যুবলীগ নেতা সাব্বির জেল থেকে জামিনে বের হয়ে দলবল নিয়ে পুলিশ কোয়ার্টার এলাকায় শোডাউনকালে দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে। ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আহত মানিক জানায়, আমার ডান হাতে গুলি লেগেছে। এরপর কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না। 

মানিকের মা নুর নাহার বলেন, আমার ছেলেকে যারা গুলি করেছে তাদের বিচার চাই। আমরা গরীব মানুষ রাজনীতি বুঝিনা৷ আমার ছেলেকে যারা এ পথে নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদেরও বিচার চাই। 

এ ঘটনায় যুবলীগ নেতা সফিউল্লাহ শুভ বলেন, ধানসিঁড়ি রেস্তোরাঁয় আমার ওপর হামলার অন্যতম আসামি সাব্বির জামিনে মুক্ত হয়ে এসেই আমার ছোট ভাইদের ওপর সশস্ত্র হামলা করেছে। আমার এক কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা আসিফ ইকবাল জানান, মানিক নামের এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় রাতে হাসপাতালে আসে। তার ডান হাতে কনুইয়ের উপর গুলি এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, শাহীন একাডেমি রোডে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ব্যক্তির সাথে কথা বলেছি আমরা। যেহেতু সে অসুস্থ তাই পরিপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে৷ 

সাহাব উদ্দিন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়