ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ৩০ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:২১, ৩০ নভেম্বর ২০২৩
চকরিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুস সামাদ (৪২) নামের এক কৃষক মারা গেছেন।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের চিকলঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়া গ্রামের শরফ উদ্দিনের ছেলে।

সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, আব্দুস সামাদ ধান কেটে বাড়ি ফিরছিলেন। তিনি চিকলঘাটা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি বন্যহাতি এসে আক্রমণ করে। হাতিটি পা দিয়ে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। মারা যাওয়া কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা অনুদান দেওয়া হবে।

তারেকুর রহমান/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়