চট্টগ্রাম বিমানবন্দর থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৪ হাজার টাকা।
বুধবার (২৯ নভেম্বর) রাতে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা তল্লাশি অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইনসের ফ্লাইট নং-জি ৯৫২০ এ তল্লাশি চালানো হয়। এই সময় উক্ত ফ্লাইটের নাইন এফ সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেট কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে এসে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ৩৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৪ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণের বার চট্টগ্রাম কাস্টম হাউসে হস্তান্তর করা হয়েছে।
রেজাউল করিম/ইভা