ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৩০ নভেম্বর ২০২৩  
বরিশালে ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২ নারীর মৃত্যু হ‌য়ে‌ছে। তারা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার রেঞ্জুনা বেগম (৪৫) ও বরগুনা সদর উপজেলার ডালিম বেগম (৩০)। এ নিয়ে চল‌তি মাসে এই হাসপাতালে ৩৫ জনের মৃতু হয়।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। 

আরো পড়ুন:

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে প্রেস বার্তায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। তি‌নি বলেন, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৭ হাজার ১৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৬৭ জন। মারা গেছেন ১৯২ জন।

বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫৫ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচ জন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে নয় জন ও ঝালকাঠি হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩৫ জন, পটুয়াখালীতে ১০ জন, ভোলায় ৯ জন, পিরোজপুরে ২১ জন, বরগুনায় ১১ জন ও ঝালকাঠিতে তিন জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩২৯ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।
 

স্বপন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়