ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১ ডিসেম্বর ২০২৩  
মাগুরায় হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুরে প্রতিপক্ষের হামলায় আহত গোবিন্দ সাহা (৮০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ ডিসেম্বর)  সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

নিহতের দুই ছেলে ব্যবসায়ী গোবিন্দ সাহা ও কৃষ্ণ সাহা জানান, রাজপাট গ্রামের তাদের প্রতিবেশি শক্তিনাথ সাহা, কৃষ্ণপদ সাহা ওরফে কেষ্ট, গৌতম সাহা ও গোপাল সাহার সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ ছিল। গত শনিবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে রাজাপুর বাজারে ছোট ছেলে কৃষ্ণ সাহার মুদি দোকানে সহযোগিতা করছিলেন গোবিন্দ সাহা। এসময় কৃষ্ণ পদ সাহা ওরফে কেষ্ট ও তার লোকজনের সঙ্গে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন গোবিন্দ সাহার  মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় গোবিন্দ সাহাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে গোবিন্দ সাহা মারা যান।

আরো পড়ুন:

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাদের পরিবারের কয়েকজনের দাবি ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়।

রাজাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমানুল্লাহ জানান, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়