হেলমেট বাহিনীর দৌরাত্ম্য
এবার বগুড়ায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক ২
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার আদমদীঘিতে আব্দুর রশিদ (৬০) নামে একজন মাছ ব্যবসায়ী কুপিয়েছে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা।
শনিবার বিকেলে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় উপজেলার বিহিগ্রাম বাজার এলাকায় হেলমেট বাহিনীর দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
এরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার বড়োনায় গ্রামের হাফিজ মন্ডল (৪৫) ও পার-নওগাঁর শাহানুর হোসেন (২১)।
আহত ব্যবসায়ী আব্দুর রশিদ এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি চাঁপাপুর ইউপির বাহাদুরপুর গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। তিনি মাছ চাষের ব্যবসায় জড়িত।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে আব্দুর রশিদ প্রতিদিনের মতো বাহাদুরপুর গ্রামের পাশে তার পুকুরের দেখভাল করছিলেন। এ সময় ৬ থেকে ৭ জনের একটি দল হেলমেট ও মাস্ক পড়ে আব্দুর রশিদের কাছে আসে। সেখানেই এসেই তারা ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রশিদকে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিহিগ্রাম বাজার হয়ে পালানোর সময় স্থানীয়রা একটি মোটরসাইকেলসহ হাফিজ ও শাহানুরকে আটক করে। এ সময় আরও একটি মোটরসাইকেল ফেলে রেখে তিন হামলাকারী পালিয়ে যায়।
শজিমেকে চিকিৎসাধীন আব্দুর রশিদের কাছে থেকে জানা যায় তার ক্রয় করা একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে এলাকায়। এর জেরে এই হামলা।
তিনি বলেন, আমাকে মারার জন্য কয়েকদিন ধরে তারা এলাকায় ঘুরছিল।
ওসি রেজাউল করিম রেজা বলেন, আব্দুর রশিদের ওপর হামলার ঘটনায় স্থানীয়রা দুজনকে আটক করেছে। খবর পেয়ে আমরা তাদের থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা দাওয়াত খেয়ে আসার সময় স্থানীয়রা রাস্তায় তাদের আটক করে। আর তাদের সামনে একটি মোটরসাইকেলের আরোহীরা দৌড়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, আমরা আটকদের দেওয়া তথ্য যাচাইবাছাই করছি। পুকুরের দ্বন্দ্বের বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনা বিস্তারিত দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৮ নভেম্বর আদমদীঘির সীমান্ত ঘেঁষা নওগাঁ জেলায় কামাল আহমেদ (৫২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে হেলমেট ও মাস্ক পরিহিত দুর্বৃত্তরা। তার আগে ১২ নভেম্বর নওগাঁর রাণীনগরে হেলমেট ও মাস্ক পরিহিত অবস্থায় ইউপি কার্যালয়ে ঢুকে চেয়ারম্যান জাহিদুর রহমানকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
এনাম আহমেদ/টিপু