ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৬:৪৬, ৩ ডিসেম্বর ২০২৩
সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রজিম আলী (৩৫) নামের এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।

রজিম আলী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের আবুল কালামের ছেলে। বিয়ের সূত্রে তিনি সীমান্তবর্তী রোকনপুরের নগরপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন রজিম। ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।

বিজিবি-১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান ফারুক বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর শুনেছি। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। স্থানীয়ভাবে নিহতের খবর শুনে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মেহেদী/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়