ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

পটুয়াখালীতে ৪ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৩ ডিসেম্বর ২০২৩  
পটুয়াখালীতে ৪ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীকে বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে আসন ভিত্তিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারসহ ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
ঋণখেলাপি হওয়ায় পটুয়াখালী-১ আসন কংগ্রেসের নাসির তালুকদার ও জাকের পার্টির মিজানুর রহমানের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়।
এছাড়া প্রদত্ত ভোটার তালিকায় গড়মিল থাকায় পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ ও পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানকে বাতিল করা হয়।
পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নুর কতুবুল আলম বলেন, ‘যে সকল প্রার্থীর প্রার্থীতা স্থগিত হয়েছে তাদের কাগজপত্রে যা যা সংশোধন করা প্রয়োজন, সেগুলো করলে তারা বৈধ বলে বিবেচিত হবেন।’

ইমরান/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়