ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

ঝিনাইদহে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ৩ ডিসেম্বর ২০২৩  
ঝিনাইদহে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পুনরায় ডাকা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে নিমতলা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আজিজুল ইসলাম বাটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাসহ অন্যান্যরা।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘প্রহসনের নির্বাচন এ দেশের সাধারণ মানুষ মানবে না। দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমুলক নির্বাচন দেখতে চায়। এই অবৈধ তফসিল দেশের মানুষ মানেনি।’

শাহরিয়ার/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়