ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিসিকের প্রথম সভায় মেয়র আনোয়ারুজ্জামান হঠাৎ অসুস্থ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৪ ডিসেম্বর ২০২৩  
সিসিকের প্রথম সভায় মেয়র আনোয়ারুজ্জামান হঠাৎ অসুস্থ

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অসুস্থবোধ করায় সভা থেকে তাকে নগরীর তেলিহাওরস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ।

আরো পড়ুন:

কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, সকাল সাড়ে ১১টায় করপোরেশনের নতুন পরিষদের প্রথম সভা হয়। সভা চলাকালে বেলা পৌনে ১টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অসুস্থবোধ করেন। সঙ্গে সঙ্গে সভা মুলতবি করে তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কাউন্সিলর রেজওয়ান।

প্রথম সভায় মেয়র প্যানেল নির্বাচনের কথা থাকলেও সভা মুলতবি হওয়ায় তা হয়নি। আগামী সভায় প্যানেল মেয়র নির্বাচন হবে বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে।
 

নুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়