ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন

নড়াইল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৪ ডিসেম্বর ২০২৩  
নড়াইলে চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন

২১ পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ ডিস্বেবর) নড়াইল শিল্পকলা একাডেমি মিলানায়তনে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

এ উপলক্ষে উন্মুক্ত বিজয়গীতি পরিবেশনা, কবির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, কবির আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন, আলোচনাসভা ও বিজয়গীতির আসর বসে।

চারণকবি বিজয সরকার ফাউন্ডেশনের আয়োজিত আলোচনাসভায় অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা কালচারাল অফিসার মোহাম্মাদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ট নুর মোহাম্মাদ কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মাদ রওশন আলী, চারণকরি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম-আহ্বায়ক এস এম আকরাম শহীদ চুন্নু।

চারণকবি বিজয় সরকার ১৯৮৫ সালের এই দিনে পরলোকগমন করেন। কবির মৃত্যুর পর আলোর নিচে পড়ে তার বসতভিটা। যুগ খানেক আগে তার বসতভিটায় ছোট্ট পরিসরে ‘বিজয় মঞ্চ’ নির্মিত হলেও তার স্মৃতিধন্য তেমন কিছুই নেই এখানে। দেখভালের কেউ না থাকায় অযত্ম-অবহেলায় রয়েছে সাধকের বসতভিটাসহ তার স্মৃতির জন্য নির্মিত বিজয় মঞ্চ। এখনও স্থাপন করা যায়নি পানীয় জলের টিউবওয়েল। আর আগন্তকদের জন্য নেই স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থাও। শুধু তার জন্ম ও মৃত্যূবার্ষিকীতে তাকে স্মরণ করা হয়। বিজয়ভক্তদের দাবি, বিজয় সরকারের স্মৃতিকে ধরে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। তবে বিজয় সরকারের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশ্বাস দিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।
 

শরিফুল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়