ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৪ ডিসেম্বর ২০২৩  
ঠাকুরগাঁওয়ে সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভারত সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার কাঠালডাঙ্গী বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মকলেছ (২৮)। অপরজন হলেন, একই এলাকার বাসেদ আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫)। 

মকলেছের নিহতের তথ্য নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ। আর জহিরুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি) হরিপুর কাঠালডাঙ্গী বিওপি কোম্পানি কমান্ডার এন্তাজুল হক। রাত সাড়ে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন তারা। 

ওসি ফিরোজ ওয়াহিদ জানান, সোমবার ভোর রাতে একজন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

কাঠালডাঙ্গী বিওপি কোম্পানি কমান্ডার এন্তাজুল হক জহিরুল ইসলাম বলেন, ভারত সীমান্তের ভিতরে এক বাংলাদেশিকে গুলি করা হয়। পরে তাকে সেখানকার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়। তার লাশ এখনও বিএসএফের কাছে আছে।

ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ গুলি চালিয়েছে কি-না তা নিশ্চিত করতে পারেননি বিজিবি ও পুলিশ।
 

হিমেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়