কুষ্টিয়ায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৪৫, ৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৯:০০, ৫ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি
কুষ্টিয়া শহরের একতারা মোড়ে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল একটি মশাল মিছিল বের করে। ওই মিছিল থেকে একটি ককটেল ফোটানো হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।
কাঞ্চন/কেআই