চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ অফিসের পাশে দুটি ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:০৮, ৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৯:১৬, ৫ ডিসেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিসের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) রাত ১১টার পরে এ ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ২-৩ জন যুবক পায়ে হেঁটে এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। পরপর দুটি ককটেল বিস্ফোরণে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, আওয়ামী লীগ অফিসের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাতে সড়কটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
মেহেদী/কেআই