ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাভার্ডভ্যানে আগুন, পুড়ে মরলো হাজারো মুরগির বাচ্চা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১০:৩৩, ৭ ডিসেম্বর ২০২৩
কাভার্ডভ্যানে আগুন, পুড়ে মরলো হাজারো মুরগির বাচ্চা

সিরাজগঞ্জের শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় একটি মুরগিবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানে থাকা হাজারো মুরগির বাচ্চা পুড়ে মারা যায়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান। এর আগে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এই ঘটনা ঘটে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানের চালক কয়েক হাজার মুরগির বাচ্চা নিয়ে ঢাকা থেকে পাবনার ফরিদপুরে যাচ্ছিলেন। শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি দাঁড় করিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে মুরগির বাচ্চাগুলো সব পুড়ে মারা গেছে। এসময় দুর্বৃত্তরা কাভার্ডভ্যানের চালককেও মারপিট করে পালিয়ে যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

রাসেল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়