ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবরোধে বরিশালে তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:৪১, ৭ ডিসেম্বর ২০২৩
অবরোধে বরিশালে তীব্র যানজট

বিএনপির ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে বরিশালে কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। অবরোধে লঞ্চ ও দূরপাল্লার বাস চলাচল ছিল স্বাভাবিক।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা সব রুটের বাস ছেড়ে গেছে। সড়কে চলছে থ্রি-হুইলারসহ অন্যান্য পরিবহণ। যথাসময়ে ছেড়ে গেছে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ।

আরো পড়ুন:

সকাল থেকে দোকানপাট ও অফিস আদালত খোলায় সড়কে মানুষের উপস্থিতি ছিল প্রতিদিনের মতো। সরেজমিনে নগরীর চৌমাথা, নথুল্লাবাদ, সাগরদীর মোড়, রুপাতলী, সদর রোড, জেলখানার মোড়, লঞ্চঘাট ও পোর্ট রোড এলাকা ঘুরে ব্যাপক যানজট দেখা যায়।

চৌমাথা এলাকায় কথা হয় রিকশাচালক আবু নেছারের সঙ্গে। তিনি বলেন, অবরোধে ঘরে বসে থাকলে তো পেট ভরবে না। তাই ভোরেই রিকশা নিয়ে বেড় হয়েছি। দু-একদিনের তুলনায় আজ সড়কে যানজটের পরিমাণ বেশি।

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের টিএসআই নজরুল ইসলাম বলেন, সকাল থেকে সড়‌কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সর্বোচ্চ কাজ করছে।

আরিফুর/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়