ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৮ ডিসেম্বর ২০২৩  
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার

পুলিশের কাজে বাধা ও গাড়িতে অগ্নিসংযোগ করার মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানাকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সুত্রাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় র‌্যাব-১০’র সদস্যরা রাজধানীর সুত্রাপুর এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের করা ফতুল্লা থানার মামলার পলাতক আসামি মো. শাখাওয়াত ইসলাম রানাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত রানা ইতোপূর্বে বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমে সরাসরি জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।’

অনিক/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়