মুন্সীগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জে বিস্ফোরণের পর আগুন লেগে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
আহতরা হলেন, রিজভী আহমেদ রাসেল (৪৫) তার স্ত্রী রোজী আক্তার (৩০), আড়াই বছরের ছেলে রাইয়ান ও রিজভী আহমেদের মা।
স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর আগুন ধরে চার জন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিস ও আসপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু ইউসুফ বলেন, বিস্ফোরণের চার জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে গ্যাস লিকেজ নাকি অন্য কিছুর কারণে বিস্ফোরণ হয়েছে তাৎক্ষণিত তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
রতন/ইভা