ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের দাবিতে মেয়ের বাড়িতে গিয়ে বিষপান, হাসপাতালে মৃত্যু

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৯ ডিসেম্বর ২০২৩  
বিয়ের দাবিতে মেয়ের বাড়িতে গিয়ে বিষপান, হাসপাতালে মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে মেয়ের বাড়িতে গিয়ে দুলু (১৮) নামে এক তরুণ বিষপান করেছে। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় একটি বাড়িতে এই বিষপানের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, ওই এলাকার আব্দুল আজিজের ছেলে দুলু’র সাথে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সর্ম্পক ছিলো। প্রেমিক-প্রেমিকা বিয়ে করতে চাইলে আপত্তি উঠে দুই পরিবারের। শুক্রবার (৮ ডিসেম্বর) মধ্য রাতে ওই মেয়ের বাড়িতে বিয়ের দাবিতে যায় প্রেমিক দুলু। কিন্তু বাড়িতে মেয়েকে না পেয়ে বিষপান করে দুলু। পরে তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, বিষয়টি অবগত আছেন তিনি। আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামাল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়