ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

কুমিল্লায় অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার 

কুমিল্লা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৯ ডিসেম্বর ২০২৩  
কুমিল্লায় অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার 

কুমিল্লায় মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে দায়ের করা ১৫ মামলার আসামি মো. সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও  সুইস গিয়ার, চাপাতি, চাইনিজ তলোয়ার উদ্ধার করা হয়।

সবুজ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রী বল্লভপুর গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নানা অপরাধে ১৫টি মামলা রয়েছে।

গোপন সংবাদ পেয়ে ভল্লবপুর এলাকা থেকে সবুজ মিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অস্ত্র আইনে মামলা রুজু করে  আদালতে পাঠানো হয়েছে।

রুবেল/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়