ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাস্তা নির্মাণের বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ৯ ডিসেম্বর ২০২৩  
রাস্তা নির্মাণের বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘রাস্তা নির্মাণকে’ কেন্দ্র করে বিরোধের জের ধরে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া ঢিলের আঘাতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম ওরফে আব্দু (৬৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে।

আরো পড়ুন:

স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, ‘শুক্রবার রাতে নয়াপাড়ায় চলাচলের রাস্তার কাজ নিয়ে আব্দুস সালামের পরিবারের সঙ্গে স্থানীয় আব্দুস শুক্কুরের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়রা উভয়পক্ষকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

তিনি বলেন, ‘শনিবার সকালে আগের রাতের বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ ইটপাটকেল ছুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ইটের ঢিলের আঘাতে এক বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি মো. ওসমান গণি।
 

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়