ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:০৮, ৯ ডিসেম্বর ২০২৩
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

মো. সিরাজ বেপারী

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. সিরাজ বেপারী (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাতে ফালবাং আলমাসদিরিবসি নামক এলাকায় তাকে হত্যা করা হয়। সিরাজ বেপারী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের ছাদের বেপারীর ছেলে। 

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বোরহান মাতুব্বর নামের অপর এক বাংলাদেশি এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জেনেছি, দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা চাঁদা দাবি করেন। সিরাজ বেপারী চাঁদা দিতে অস্বীকৃতি জানান। সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করা হয় সিরাজকে।

সিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসিতে চিকিৎসকের কাছে যান সিরাজ বেপারী। বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে লক্ষ্য করে চারটি গুলি করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই মারা যান সিরাজ বেপারী। পরে বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশি গিয়ে তার লাশ উদ্ধার করে। তার মরদেহ দক্ষিণ আফ্রিকার পূর্ব তলাংগা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেছেন, সিরাজ ব্যাপারীর মরদেহ দেশে আনতে যদি কোনো ধরনের সহযোগিতা দরকার হয়, প্রশাসনের পক্ষ থেকে তা দেওয়া হবে।

বেলাল/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়