ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশকে কামড়ে পালালো হত্যা মামলার আসামি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আলীম মিয়া। ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের হাতে কামড়ে পালিয়েছেন আলীম মিয়া (৩০) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। হালিম মিয়া একই গ্রামের কাদির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, খাগাতুয়া গ্রামের মাসুদ হত্যা ও চাঁদাবাজি মামলার অন্যতম আসামি হালিম মিয়া রতনপুর ইউনিয়নের অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ খাগাতুয়া গ্রামে যায়। পরে অভিযান চালিয়ে হালিমকে গ্রেপ্তার করা হয়। নবীনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আরিফ আসামির হাতে হাতকড়া লাগানোর চেষ্টাকালে তিনি কামড়ে পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম বলেন, হালিম মিয়া হত্যা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের সময় পুলিশের হাতে কামড়ে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রুবেল/কেআই