ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:১৮, ১০ ডিসেম্বর ২০২৩
ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতি অস্পষ্টতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় ৪টি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে। ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় রাত সোয়া ১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়ায় ৬টি ও দৌলতদিয়ায় ১টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসতে থাকে। দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ১টি ফেরি।

চন্দন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়