ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

নৌকা থেকে নদীতে পড়ে শিক্ষার্থী নিখোঁজ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ১০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:৪১, ১০ ডিসেম্বর ২০২৩
নৌকা থেকে নদীতে পড়ে শিক্ষার্থী নিখোঁজ

ফাইল ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় নৌকা থেকে কর্ণফুলী নদীতে পড়ে তাহসিন (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তাহসিন রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাশেমের ছেলে ও চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি মাদ্রাসার শিক্ষার্থী।

ওই মাদ্রাসার পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ছেলেটি কাউকে না জানিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে পড়ে যায়। ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করে যাচ্ছে।

বিজয়/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়