ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:২৬, ১০ ডিসেম্বর ২০২৩
ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ফাইল ফটো

গাজীপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুইজন নিহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুইজন মারা যান। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়