ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাই আটক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:৫৫, ১০ ডিসেম্বর ২০২৩
ময়মনসিংহে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাই আটক

ময়মনসিংহের তারাকান্দায় কছিম উদ্দিন (৬০) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তারই জামাতা মাহমুদুল হাসানকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কছিম উদ্দিন ওই গ্রামের মৃত গনি মাহমুদের ছেলে। আটককৃত মাহমুদুল হাসান একই উপজেলার রায়জান গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাতে ওসি জানান, প্রায় চার বছর আগে নিহত কছিম উদ্দিনের মেয়ে দীপালির (২৫) সাথে মাহমুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি মেয়ে সন্তানের জন্ম নেয়। বর্তমানে মেয়ের বয়স ৯ মাস। সম্প্রতি মাহমুদুল হাসান ও দীপালির সাথে ঝগড়া হয়। ঝগড়ার জেরে দীপালি তার বাবার বাড়িতে চলে আসেন। ঘটনার দিন সকালে মাহমুদুল হাসান তার শ্বশুরবাড়িতে আসেন। মাহমুদুল হাসান তার স্ত্রী দীপালি ও ৯ মাসের সন্তান নিয়ে বাড়িতে ফিরতে চান। তবে, দীপালি স্বামীর বাড়িতে যাবেন না বলে জানান। এমতাবস্থায় ৯ মাসের সন্তান নিয়ে মাহমুদুল হাসান বাড়ি থেকে যেতে চাইলে স্ত্রী, শাশুড়ি ও শ্বশুর কছিম উদ্দিন বাধা দেন। এতে মাহমুদুল হাসান ক্ষিপ্ত হয় দা দিয়ে তার শ্বশুরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা কছিম উদ্দিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্থানীয়রা মাহমুদুল হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মিলন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়