ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৯:৩৬, ১০ ডিসেম্বর ২০২৩
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন

মানবাধিকার দিবসে বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি।

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস পালন করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার’ এই স্লোগানে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম’র সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই।

এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা মানবাধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

আরিফুর/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়