ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে দুই আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১১ ডিসেম্বর ২০২৩  
নড়াইলে দুই আসামি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে এনআই এ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি রিশাদ মোল্যা এবং এনআই এ্যাক্টের অপর এক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রাজিয়া বেগমকে গ্রেপ্তার করেছে।

আসামিরা হলেন রিশাদ মোল্যা লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামের শুকুর মোল্যার ছেলে এবং রাজিয়া বেগম একই ইউনিয়নের পার-শালনগর গ্রামের আইযুব মোল্যার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে রোববার (১০ ডিসেম্বর) রাতে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে এসআই রবিউল ইসলাম ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

/শরিফুল/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়