ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে লালপুরে ওসি পরিচয়ে টাকা দাবি, প্রতারক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১১ ডিসেম্বর ২০২৩  
নাটোরে লালপুরে ওসি পরিচয়ে টাকা দাবি, প্রতারক গ্রেপ্তার

নাটোরের লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদের পরিচয়ে এক ব্যক্তির কাছে টাকা দাবি করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সোহেল রানা (২৬) নামে এক প্রতারক।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার অমৃতপাড়া গ্রাম তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা উপজেলার একই এলাকার চাদের আলীর ছেলে।

লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আমার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে উপজেলার অমৃতপাড়া এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে এই প্রতারক টাকা দাবি করে। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী বিষয়টি জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে। 

ওসি জানান, এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিকে নাটোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরিফুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়