ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১১ ডিসেম্বর ২০২৩  
মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার

মাদারীপুরে প্রায় দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। মঙ্গলবার (১২ই ডিসেম্বর) মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে জেলার সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান এ তথ্য জানান।

এ সময় সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান বলেন, ‘সরকার দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলায় ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় দেড় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন শুরু হবে সকাল ৮টায় চলবে বিকেল ৪টা পর্যন্ত।’

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. ওলিউর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. খলিলুর রহমান প্রমুখ।

বেলাল/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়