সুন্দরবনের বাঘ সংরক্ষণে সচেতনতা সভা
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বাগেরহাটের শরণখোলায় বাঘ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মানিক চাঁদ রায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপলস ফোরামের সভাপতি আবুল আসলাম তুহিন, সিপিজির গ্রুপ লিডার খলিলুর রহমান, ওয়াইল্ড টিমের স্থানীয় প্রতিনিধি আলম হাওলাদার, ট্যুরিস্ট গাইড রাসেল বয়াতী, বন্য প্রাণী সংরক্ষণ ইউনিটের প্রতিনিধি শেখ নাজমুল, রফিকুল মির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সুন্দরবনের মূল ঐতিহ্যই হচ্ছে বাঘ। সুন্দরবনের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে বাঘ টিকিয়ে রাখতে হবে। তাই বাঘের বংশবৃদ্ধি ও বাঘ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শহিদুল/ফয়সাল